ইবিটাইমস ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছে ৪৪ জন ফিলিস্তিনি। আজ (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
বুধবার (৬ আগস্ট) গাজার শেখ রাদওয়ান এলাকায় রাতভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় নিহত হয়েছে প্রায় ২৬ জন বাসিন্দা। আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। এছাড়া, ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় প্রাণ হারায় ১৮ জন ক্ষুধার্ত ত্রাণপ্রার্থী।
ঢাকা/এসএস