ইবিটাইমস ডেস্ক : মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে থেকে নির্দেশনা আসলে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত। বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
কর্নেল শফিকুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন (ইসি) বা কারও কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে নির্দেশনা আসলে কাজ করবে সেনাবাহিনী।
এদিন সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন আভিযানিক কার্যক্রম তুলে ধরেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
ঢাকা/এসএস