
সমুদ্র পথে জীবনের ঝুঁকি নিয়ে ৫৪ শিশুসহ মরক্কো থেকে স্পেনের সেউতায় অভিবাসী
৫৪ জন শিশু সহ মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতা এসেছে তিনটি অভিবাসীদের দল ইউরোপ ডেস্কঃ শনিবার (২৬ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়,স্প্যানিশ টেলিভিশন জানিয়েছে যে কমপক্ষে ৫৪ জন শিশু এবং প্রায় ৩০ জন প্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীদের তিনটি দল মরক্কো থেকে ছোট নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় (Ceuta) এসে পৌঁছেছে। উত্তাল…