ভিয়েনা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আবরারের মৃত্যু দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল : নাহিদ ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ ছিলেন মাইলফলক। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম একথা বলেন। আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)।

দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। দুপুর ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন (এনসিপি)র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও নুসরাত তাবাসসুম, ডাক্তার তাসনিম জারা, আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ, মা রোকেয়া খাতুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যুর প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়। বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ মুগ্ধসহ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

এরপর কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। শুরু হতে দেরি হওয়ায় ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় শহরে বেশ কয়েকটি পথসভা করার কথা থাকলেও তা সংক্ষিপ্ত করা হয়। দুপুর তিনটার দিকে শহরের বড়বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে ৫ রাস্তার মোড়ে মূল পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার দিকে যায়। এর আগে সকালে শহরের দিশা টাওয়ারে জুলাই বিপ্লবে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ১ জুলাই রংপুর থেকে এ পদযাত্রা শুরু হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবরারের মৃত্যু দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল : নাহিদ ইসলাম

আপডেটের সময় ০১:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ ছিলেন মাইলফলক। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম একথা বলেন। আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)।

দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। দুপুর ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন (এনসিপি)র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও নুসরাত তাবাসসুম, ডাক্তার তাসনিম জারা, আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ, মা রোকেয়া খাতুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যুর প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়। বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ মুগ্ধসহ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

এরপর কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। শুরু হতে দেরি হওয়ায় ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় শহরে বেশ কয়েকটি পথসভা করার কথা থাকলেও তা সংক্ষিপ্ত করা হয়। দুপুর তিনটার দিকে শহরের বড়বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে ৫ রাস্তার মোড়ে মূল পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার দিকে যায়। এর আগে সকালে শহরের দিশা টাওয়ারে জুলাই বিপ্লবে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ১ জুলাই রংপুর থেকে এ পদযাত্রা শুরু হয়।
ঢাকা/এসএস