ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রাথমিকভাবে স্থান নির্বাচন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ২১ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার জন্য প্রত্যেক জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অথবা ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভের পাশে দর্শনীয় স্থানে স্তম্ভ নির্মাণের জায়গা নির্ধারণ করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।

নূন্যতম ১৭০০ বর্গফুটের আয়তনের মধ্যে এই স্তম্ভ নির্মাণ করার জন্য বলা হয়েছে। স্থানীয়ভাবে নির্ধারিত স্থানে বেচমেন্ট তৈরি করতে হবে এবং কেন্দ্রীয়ভাবে স্মৃতিস্তম্ভ পাঠানো হবে। সেটি তার উপরে প্রতিস্থাপন করতে হবে। ঝালকাঠি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ উপলক্ষ্যে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও গণপূর্ত বিভাগ, এলজিইডি বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও ঝালকাঠির সিটি পার্কের শহিদ মিনারের দুটির মধ্যে যেকোন একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তার জন্য মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশের স্থানটি অধিকতর গুরুত্ব দেয়া হয়েছে।

সোমবার সকাল ১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অন্তরা হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমানুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রাথমিকভাবে স্থান নির্বাচন

আপডেটের সময় ০১:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

বাঁধন রায়, ঝালকাঠি : জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার জন্য প্রত্যেক জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অথবা ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভের পাশে দর্শনীয় স্থানে স্তম্ভ নির্মাণের জায়গা নির্ধারণ করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।

নূন্যতম ১৭০০ বর্গফুটের আয়তনের মধ্যে এই স্তম্ভ নির্মাণ করার জন্য বলা হয়েছে। স্থানীয়ভাবে নির্ধারিত স্থানে বেচমেন্ট তৈরি করতে হবে এবং কেন্দ্রীয়ভাবে স্মৃতিস্তম্ভ পাঠানো হবে। সেটি তার উপরে প্রতিস্থাপন করতে হবে। ঝালকাঠি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ উপলক্ষ্যে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও গণপূর্ত বিভাগ, এলজিইডি বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও ঝালকাঠির সিটি পার্কের শহিদ মিনারের দুটির মধ্যে যেকোন একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তার জন্য মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশের স্থানটি অধিকতর গুরুত্ব দেয়া হয়েছে।

সোমবার সকাল ১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অন্তরা হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমানুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস