
ভিয়েনায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত
ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টে (ফেভারিটেন) এই দুর্ঘটনারয় একাধিক গাড়ির ধ্বংসাবশেষের বিশাল স্তূপ জমে ভিয়েনা ডেস্কঃ সোমবার (৩০ জুন) সন্ধ্যায় ভিয়েনা-ফেভোরিটেনে একটি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর। ভিয়েনার পেশাদার ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্রিশ্চিয়ান ফেইলার সংবাদমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭:১৫ টার দিকে, নীলরাইখগাসে চারটি গাড়ির মধ্যে পারস্পরিক সংঘর্ষ…