বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল ১১টায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন।
উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল্লাহ আল কাইয়ুমের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।
জুলাই বিপ্লবের পরে কিছু সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের দায়িত্বে থাকা আ’লীগ দলীয় নেতা পর্যায়ের ব্যক্তিরা সমিতির অর্থ নিয়ে গাঁ ঢাকা দিয়েছে বলে কর্মশালায় অবহিত করা হয়। সদর উপজেলায় এই ধরনের ৮টি সমিতি রয়েছে বলে জানানো হয়। এই সমিতির সদস্যদের সঞ্চয়ের অর্থ উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস