ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কঠোর পরিশ্রম করছি।
তিনি বলেছেন, সরকার ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য কাজ করছে।
বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম:৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন-২০২৫ এ ‘এশিয়ার চ্যালেঞ্জসমূহ এক অস্থির বিশ্ব’ শীর্ষক বিষয়ে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে এবং এর ধারাবাহিকতায় তার সরকার দায়িত্ব নিয়েছে।
তিনি বলেন, দেশে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে। মিয়ানমারে নিপীড়নের শিকার লাখ লাখ রোহিঙ্গাকে শুধু মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি বহু প্রতিশ্রুতি দিলেও একই সঙ্গে নতুন নৈতিক চ্যালেঞ্জও আসছে।
বাণিজ্যিক বিধিনিষেধ বাড়ায় মুক্তবাণিজ্য ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। সমাজের ভেতরে ও রাষ্ট্রগুলোর মধ্যেও অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। বিশ্বজুড়ে আস্থার সংকট তৈরি হচ্ছে—রাষ্ট্রগুলোর মধ্যে, সমাজের ভেতরে, এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যেও।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমরা এমন বিভাজন, অসন্তোষ এবং অস্থিরতা বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ায় দেখেছি, যা রাজনৈতিক পরিবর্তনের দিকে নিয়ে গেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস