ভিয়েনা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাতারবাড়ি-মহেশখালীকে নিউ সিঙ্গাপুরে পরিণত করতে চান প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১২ সময় দেখুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাতারবাড়ি ও মহেশখালীকে নিউ সিঙ্গাপুরে রূপান্তরিত করতে চান বলে জানিয়েছে তার প্রেস সচিব শফিকুল আলম। মহেশখালী মাতারবাড়ি প্রকল্পে বিশ্ববিখ্যাত পেট্রোনাস কোম্পানি এলএমজি করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহেশখালী মাতারবাড়ি প্ল্যান্টে প্রধান উপদেষ্টা বেশি গুরুত্ব দিচ্ছেন। এই টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে তখন পার্শ্ববর্তী কোনো দেশের দিকে তাকাতে হবে না। এই বড় প্রকল্পে ইনভেস্টমেন্ট পাওয়ার জন্যই তার এবার জাপান সফরের উদ্দেশ্য।

এর আগে গতকাল সোমবার (২৭ মে) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপকূলীয় অঞ্চলকে দেশের শীর্ষস্থানীয় উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তর করতে মাতারবাড়ী এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উন্নয়নে আরও দ্রুততার সাথে কাজ করার আহ্বান ড. ইউনূস।

ওই বৈঠকে এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা মাতারবাড়িকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং জ্বালানি উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছি। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য, আমাদের বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।’

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাতারবাড়ি-মহেশখালীকে নিউ সিঙ্গাপুরে পরিণত করতে চান প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

আপডেটের সময় ০১:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাতারবাড়ি ও মহেশখালীকে নিউ সিঙ্গাপুরে রূপান্তরিত করতে চান বলে জানিয়েছে তার প্রেস সচিব শফিকুল আলম। মহেশখালী মাতারবাড়ি প্রকল্পে বিশ্ববিখ্যাত পেট্রোনাস কোম্পানি এলএমজি করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহেশখালী মাতারবাড়ি প্ল্যান্টে প্রধান উপদেষ্টা বেশি গুরুত্ব দিচ্ছেন। এই টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে তখন পার্শ্ববর্তী কোনো দেশের দিকে তাকাতে হবে না। এই বড় প্রকল্পে ইনভেস্টমেন্ট পাওয়ার জন্যই তার এবার জাপান সফরের উদ্দেশ্য।

এর আগে গতকাল সোমবার (২৭ মে) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপকূলীয় অঞ্চলকে দেশের শীর্ষস্থানীয় উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তর করতে মাতারবাড়ী এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উন্নয়নে আরও দ্রুততার সাথে কাজ করার আহ্বান ড. ইউনূস।

ওই বৈঠকে এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা মাতারবাড়িকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং জ্বালানি উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছি। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য, আমাদের বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।’