
নাগরিক সেবা বঞ্চিত ঝিনাইদহের ৬টি পৌরসভার বাসিন্দারা
শেখ ইমন, ঝিনাইদহ : পুরো পৌর এলাকাজুড়ে যেন খানা-খন্দের রাজত্ব। বৃষ্টির মৌসুমে এই রাস্তাগুলো রূপ নেয় জলকাদায় ভরা ফাঁদে। পৌরসভার সামনেই নেই সঠিক ড্রেনেজ, যা প্রশাসনের উদাসীনতার জ্বলন্ত প্রমাণ। পৌর কর নিয়মিত পরিশোধ করেও নাগরিকরা পাচ্ছেন না ন্যূনতম সেবা। রাস্তা-ঘাট ভাঙা, ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল বা নেই বললেই চলে, এমনকি কিছু পৌরসভার সামনে পর্যন্ত নেই ড্রেন।…