ভিয়েনা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আগামীতে বেগম খালেদা জিয়া ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন : আহমেদ আযম খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন এই দেশের গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য লড়াই করে এসেছেন। আগামীতেও তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন একজন অভিভাবক ও মুরুব্বি হিসেবে। তিনি যে কোনো সময় জাতীয় রাজনীতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন এবং আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় দিকনির্দেশনা দেবেন।

শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “এই ইস্যুতে কোনো একটি দলের একক অবস্থান নয়, বরং সকল রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য প্রয়োজন। তবে এখন পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। কাজেই আমাদের পক্ষ থেকেও চূড়ান্তভাবে কিছু বলার সময় আসেনি।”

ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই যুদ্ধ হলে পুরো উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবও আমাদের অর্থনীতিতে পড়েছে, যদিও তা অনেক দূরের যুদ্ধ। অথচ পাক-ভারত যুদ্ধ আমাদের আশপাশেই, এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে।”

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বীথি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীতে বেগম খালেদা জিয়া ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন : আহমেদ আযম খান

আপডেটের সময় ০৯:৫৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন এই দেশের গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য লড়াই করে এসেছেন। আগামীতেও তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন একজন অভিভাবক ও মুরুব্বি হিসেবে। তিনি যে কোনো সময় জাতীয় রাজনীতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন এবং আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় দিকনির্দেশনা দেবেন।

শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “এই ইস্যুতে কোনো একটি দলের একক অবস্থান নয়, বরং সকল রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য প্রয়োজন। তবে এখন পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। কাজেই আমাদের পক্ষ থেকেও চূড়ান্তভাবে কিছু বলার সময় আসেনি।”

ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই যুদ্ধ হলে পুরো উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবও আমাদের অর্থনীতিতে পড়েছে, যদিও তা অনেক দূরের যুদ্ধ। অথচ পাক-ভারত যুদ্ধ আমাদের আশপাশেই, এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে।”

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বীথি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস