ভিয়েনা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে পরীক্ষায় বসবে ৪ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে ভোলার লালমোহনের মোট ৪ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল।
তিনি জানান, ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর লালমোহন উপজেলায় ২ হাজার ৬৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, ১ হাজার ৫০১ জন দাখিল পরীক্ষার্থী এবং ভোকেশনাল ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থীরা লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় ও গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে। দাখিল পরীক্ষার্থীরা লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দেবে। ভোকেশনালের পরীক্ষার্থীরা লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে।
একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে থাকবেন এসিল্যান্ড, ম্যাজিস্ট্রেট, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এই পরীক্ষা সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এরইমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সচিবদের নিয়ে সভা করা হয়েছে। ওই সভার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণসহ আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পরীক্ষায় বসবে ৪ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী

আপডেটের সময় ০৬:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে ভোলার লালমোহনের মোট ৪ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল।
তিনি জানান, ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর লালমোহন উপজেলায় ২ হাজার ৬৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, ১ হাজার ৫০১ জন দাখিল পরীক্ষার্থী এবং ভোকেশনাল ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থীরা লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় ও গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে। দাখিল পরীক্ষার্থীরা লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দেবে। ভোকেশনালের পরীক্ষার্থীরা লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে।
একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে থাকবেন এসিল্যান্ড, ম্যাজিস্ট্রেট, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এই পরীক্ষা সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এরইমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সচিবদের নিয়ে সভা করা হয়েছে। ওই সভার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণসহ আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস