গাজায় গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

বাঁধন রায়, ঝালকাঠি : গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করে ঝালকাঠিতে জেনারেল স্ট্রাইক ও হরতাল কর্মসূচি কর্মসূচি পালিত হয়েছে ।
সোমবার সকাল ৯টায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা। এসময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করা হয়। কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মসূচি চলে কর্মসূচি। হরতাল চলাকাকলে সময় শহরের বেশির ভাগ দোকান পাট বন্ধ ছিলো ।
বিকেলে জামায়তে ইসলাম ও হেফাজত ইসলাম শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং মিছিল শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায় । বিক্ষোভ থেকে ইসরাইলের পন্য বর্জনের আহবান জানানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »