বাঁধন রায়, ঝালকাঠি : ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভির্য আর উৎসবের আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এর আগে আজ (সোমবার) সকাল সাড়ে সাতটায় জেলা কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ঈদ জামায়াত।
জেলার বিভিন্ন মসজিদ ও ময়দান মিলিয়ে প্রায় দুইশত স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
জেলা শহরের কেন্দ্রিয় ঈদগা ময়দানে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রথম জামায়াতে নামাজ আদায় করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠিতে ঈদের জামায়াত অনুষ্ঠিত
