ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির এডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণ করা হয়েছে। দেশে আইনের শাসন ছিল না, গুম-খুন-নির্যাতন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এখন ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু সাইদ মুসা, নাজমুল হাসান টিটু, ঝালকাঠি জেলা শাখার সংগঠক মাইনুল ইসলাম মান্না, রাইয়ান সায়ান, জুবায়ের হাওলাদার ও মো. শাহীন আলম।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »