বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে কীত্তিপাশা কমলিকান্দর নবীণ চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার লেলিন বালা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, কমলিকান্দর নবীণ চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র কুন্ড ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ করেন।
এছাড়া অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত ডকুমেন্টারি প্রদর্শন, ছাত্রীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস