ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১৬ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মুসলিম সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসবকে ঘিরে মার্কেটগুলোতে এখন সাজসাজ রব। পছন্দের পোষাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ভীড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে তাদের অসন্তোষ । গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
ঈদকে সামনে রেখে ঝালকাঠি শহরের মির্জাপুর মার্কেট, খান সুপার মার্কেট, আল মারজান, হাওলাদার সুপার মার্কেট, ঋতুরাজ শপিংকমপ্লেক্সসহ ছোট-বড় দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় শুরু হয়েছে।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে এসব মার্কেটে। মার্কেটের মধ্যে মৌ ফ্যাশন, ঘোমটা, বধূয়া, হাসনেহেনা, ঝলক, আচল ও ভাই ভাই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে সব ধরণের পোশাক।
পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগমই বেশি রয়েছে দোকানগুলোতে। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ পাকিস্তানি থ্রী-পিস, লেহাঙ্গা, ফারসি গারারা, সারারা, বারবি গাউন, সট গাউন, পার্টি ফোরক। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রিপিসসহ রঙ বে-রঙের শাড়ির চাহিদাও রয়েছে। ছেলেদের পাকিস্তানি মুলতান, সুলতান ও আফগানিস্তানের রশিদ পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। টিশার্ট, জিন্স প্যান্ট, পাজামাসহ আকর্ষণীয় পোশাকও রয়েছে শপিংমলে।
তবে এবছর দাম যেন আকাশ ছোঁয়া। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক কিনতে তো হবেই। দুই হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আকর্ষণীয় পোশাক।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

আপডেটের সময় ০১:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মুসলিম সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসবকে ঘিরে মার্কেটগুলোতে এখন সাজসাজ রব। পছন্দের পোষাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ভীড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে তাদের অসন্তোষ । গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
ঈদকে সামনে রেখে ঝালকাঠি শহরের মির্জাপুর মার্কেট, খান সুপার মার্কেট, আল মারজান, হাওলাদার সুপার মার্কেট, ঋতুরাজ শপিংকমপ্লেক্সসহ ছোট-বড় দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় শুরু হয়েছে।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে এসব মার্কেটে। মার্কেটের মধ্যে মৌ ফ্যাশন, ঘোমটা, বধূয়া, হাসনেহেনা, ঝলক, আচল ও ভাই ভাই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে সব ধরণের পোশাক।
পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগমই বেশি রয়েছে দোকানগুলোতে। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ পাকিস্তানি থ্রী-পিস, লেহাঙ্গা, ফারসি গারারা, সারারা, বারবি গাউন, সট গাউন, পার্টি ফোরক। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রিপিসসহ রঙ বে-রঙের শাড়ির চাহিদাও রয়েছে। ছেলেদের পাকিস্তানি মুলতান, সুলতান ও আফগানিস্তানের রশিদ পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। টিশার্ট, জিন্স প্যান্ট, পাজামাসহ আকর্ষণীয় পোশাকও রয়েছে শপিংমলে।
তবে এবছর দাম যেন আকাশ ছোঁয়া। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক কিনতে তো হবেই। দুই হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আকর্ষণীয় পোশাক।
ঢাকা/ইবিটাইমস/এসএস