জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার তজুমদ্দিনে গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চাঁচড়া ইউনিয়নের উত্তর চাঁচড়া ১নং ওয়ার্ডের গাঁজা বিক্রেতা মিলনের বসতঘরে অভিযান চালায়। এ সময় ১কেজি গাঁজাসহ বিক্রেতা মিলনকে (৪৮) আটক করতে সক্ষম হন তারা।
আটকের সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন অফিসার ইনচার্জ আলাউদ্দিন মাসুদ বলেন, মিলনের বসত ঘরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম চলমান রেখেছে এবং কার্যক্রম শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এদিকে মিলনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ২০২৪ সালের একটি মারামারির মামলায় ওয়ারেন্ট রয়েছে বলেও জানায় পুলিশ। আটক মিলন একসময় মেঘনার জলদস্যু মিলন বাহিনীর প্রধান হিসেবে পত্রিকার শিরোনাম হয়েছিল।
ঢাকা/ইবিটাইমস/এসএস