ঝালকাঠিতে কাবিখা-কাবিটা প্রকল্পে চাল ও অর্থ বরাদ্দ

ঝালকাঠি জেলা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে ১ম ও ২য় কিস্তির আওতায় ৩৪৫.২৪০৪ মে.টন চাল ও ৩,৪১,৪৮,৮৪৭ টাকা বরাদ্দ করেছে সরকার।

বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৪ হাজার ৩৪৯.৫৬৯ মেট্রিক টন চাল ও ৫৯ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮৩২ টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা প্রশাসকের মাধ্যমে বরাদ্দকৃত খাদ্যশস্য উপজেলা ভিত্তিক বিভাজন মতে শর্ত অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। এই বরাদ্দের আওতায় আওতায় ঝালকাঠির ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ৮৫.৭৭০৮ মে.টন চাল, কাঠালিয়া উপজেলায় ৭২.৯৪৯৫ মে. টন, নলছিটি উপজেলায় ১০১.৩২০১ মে.টন এবং রাজাপুর উপজেলায় ৮৫.২ মে.টনসহ ৩৪৫.২৪০৪ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং ঝালকাঠি জেলার ৩টি উপজেলায় ৩ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৮৪৭ টাকা বরাদ্দ করেছে।

এই বরাদ্দ অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলায় ১ কোটি ২০লাখ ৭ হাজার ৯১০টাকা, কাঠালিয়া উপজেলায় ১ কোটি ২ লাখ ১২ হাজার ৯৩১ টাকা এবং রাজাপুর উপজেলায় ১ কোটি ১৯লাখ ২৮ হাজার ৫টাকা বরাদ্দ করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস/এসএস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »