বাধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নিবার্চনে ঝালকাঠি-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
শনিবার (৮ মার্চ) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা জামায়াত ইসলামির আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
সভায় শেখ নেয়ামুল করিম মাদক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বেষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে বিভিন্ন দলের সাথে নানামূখী কথা বার্তা ও জোট গঠনের প্রক্রিয়া চলছে এবং জোট গঠন হলে সমঝোতার স্বার্থে প্রার্থীতাও পরিবর্তন হতে পারে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর বিএম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. ফরিদুল, প্রেসক্লাব সভাপতি কাজি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস