ভিয়েনা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় জয়ের ৫ বছরের কারাদণ্ড

বইমেলায় শিরোনামহীনের সব গান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৬ সময় দেখুন

ইবিটাইমস: দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর একটি শিরোনামহীন। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর তারা শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘পাখি’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ অসংখ্য জনপ্রিয় গান। ২৯তম বছরে এসে ব্যান্ডটি ভক্ত-অনুরাগীদের জন্য বইমেলায় প্রকাশ করল তাদের বই ‘গীতিকবিতা সমগ্র’।

গতিধারা থেকে প্রকাশিত হওয়া ‘গীতিকবিতা সমগ্র’ বইটিতে আছে শিরোনামহীনের গাওয়া সব গান। অফিসিয়াল ফেসবুক পেজে বই প্রকাশের ঘোষণা দিয়ে ব্যান্ডটি লিখেছে, ‘গত ২৯ বছর ধরে তোমরা শিরোনামহীনের গান শুনছো- কখনো অ্যালবামে, কখনো ডিজিটাল মাধ্যমে। আমাদের গানের কথার সঙ্গে অনেকেই নিজেদের আবেগ ও জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো জড়িয়ে ফেলেছেন। কেমন হয়, যদি আমাদের মুক্তিপ্রাপ্ত ও অপ্রকাশিত সব গানের কথা, এমনকি অষ্টম অ্যালবাম “বাতিঘর”র গানগুলোও একটি বইয়ের মাঝে পাওয়া যায়? এখন সেটাই সম্ভব!’

পোস্টে আরও জানানো হয়, শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’ পাওয়া যাচ্ছে বইমেলার গতিধারা প্রকাশনীর স্টলে (প্যাভিলিয়ন ১৭)।

শিরোনামহীনের ব্যান্ডের দলনেতা ও বেজ গিটারিস্ট জিয়াউর রহমান বলেন, ‘এর আগে শিরোনামহীনের জন্য লেখা আমার ৩০টির মতো গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল। কিন্তু এবারের প্রকাশিত শিরোনামহীন “গীতিকবিতা সমগ্র” কিন্তু আলাদা জিনিস। এখানে আমার লেখাসহ যারা এখন পর্যন্ত “শিরোনামহীন”র জন্য লিখেছেন, সবার লিরিক থাকবে বইটিতে। বলা দরকার, শিরোনামহীনের সব গান নিয়েই গতিধারার এই বই।’

এদিকে, ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি শিরোনামহীন প্রকাশ করেছে তাদের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের কথায় গানটির সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিস্মি এবং শিশু শিল্পী মান বাহাদুর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বইমেলায় শিরোনামহীনের সব গান

আপডেটের সময় ০৫:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ইবিটাইমস: দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর একটি শিরোনামহীন। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর তারা শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘পাখি’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ অসংখ্য জনপ্রিয় গান। ২৯তম বছরে এসে ব্যান্ডটি ভক্ত-অনুরাগীদের জন্য বইমেলায় প্রকাশ করল তাদের বই ‘গীতিকবিতা সমগ্র’।

গতিধারা থেকে প্রকাশিত হওয়া ‘গীতিকবিতা সমগ্র’ বইটিতে আছে শিরোনামহীনের গাওয়া সব গান। অফিসিয়াল ফেসবুক পেজে বই প্রকাশের ঘোষণা দিয়ে ব্যান্ডটি লিখেছে, ‘গত ২৯ বছর ধরে তোমরা শিরোনামহীনের গান শুনছো- কখনো অ্যালবামে, কখনো ডিজিটাল মাধ্যমে। আমাদের গানের কথার সঙ্গে অনেকেই নিজেদের আবেগ ও জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো জড়িয়ে ফেলেছেন। কেমন হয়, যদি আমাদের মুক্তিপ্রাপ্ত ও অপ্রকাশিত সব গানের কথা, এমনকি অষ্টম অ্যালবাম “বাতিঘর”র গানগুলোও একটি বইয়ের মাঝে পাওয়া যায়? এখন সেটাই সম্ভব!’

পোস্টে আরও জানানো হয়, শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’ পাওয়া যাচ্ছে বইমেলার গতিধারা প্রকাশনীর স্টলে (প্যাভিলিয়ন ১৭)।

শিরোনামহীনের ব্যান্ডের দলনেতা ও বেজ গিটারিস্ট জিয়াউর রহমান বলেন, ‘এর আগে শিরোনামহীনের জন্য লেখা আমার ৩০টির মতো গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল। কিন্তু এবারের প্রকাশিত শিরোনামহীন “গীতিকবিতা সমগ্র” কিন্তু আলাদা জিনিস। এখানে আমার লেখাসহ যারা এখন পর্যন্ত “শিরোনামহীন”র জন্য লিখেছেন, সবার লিরিক থাকবে বইটিতে। বলা দরকার, শিরোনামহীনের সব গান নিয়েই গতিধারার এই বই।’

এদিকে, ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি শিরোনামহীন প্রকাশ করেছে তাদের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের কথায় গানটির সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিস্মি এবং শিশু শিল্পী মান বাহাদুর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল