সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে সংকল্পবদ্ধ থাকতে হবে : আলী রিয়াজ

ইবিটাইমস, ঢাকা: জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার ওপর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে সংকল্পবদ্ধ থাকতে হবে। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে জবাবদিহি হবে প্রাথমিক ভিত্তি। কেননা, জবাবদিহি না থাকলে কোনো অবস্থাতেই মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবেন না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত জাতীয় সংলাপে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে এ সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস)।

অধ্যাপক রীয়াজ বলেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণের বিষয়ে একটা জাতীয় ঐক্য দেখা গেছে। এখন বাংলাদেশের শাসন ব্যবস্থা কী হবে, সেই ঐক্য দরকার। গত ১৫-১৬ বছর ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও জনগণকে ঐক্যের মাধ্যমে সংস্কারের পথে নিয়ে যেতে হবে।

এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। কারণ, যত ভালো সংবিধান তৈরি করেন না কেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে সেই সংবিধান আবারও ভাঙা হবে। প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে জোর দিতে হবে। জবাবদিহির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে। তার একটা হলো, সরকার কীভাবে গঠন করছেন, আরেকটি হলো সবার মধ্যে কীভাবে জবাবদিহির ব্যবস্থা করছেন। কীভাবে নির্বাহী বিভাগের সঙ্গে আইনসভা কিংবা বিচার বিভাগের সম্পর্ক নির্ধারণ করছেন। বিচার বিভাগ কীভাবে স্বাধীন আছে।

বর্তমানে ঐকমত্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে অধ্যাপক রীয়াজ বলেন, এমন একটি ব্যবস্থা দরকার, যেখানে ক্ষমতার এককেন্দ্রীয়করণ অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এই জায়গাগুলোতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, ঐকমত্যের জায়গাগুলো অগ্রসর করা দরকার।
বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অধ্যাপক বলেন, বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে কোনো বক্তব্য দেওয়ার নৈতিক অধিকার আমার নেই। শহীদদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »