
বর্তমান সময়ে অস্ট্রিয়ার ওপর দিয়ে একটি সিজোনাল ইনফ্লুয়েঞ্জা প্রবাহ চলছে
ভিয়েনা ভাইরোলজি সেন্টার ঘোষণা করেছে যে, অস্ট্রিয়া আগের সপ্তাহের তুলনায় “প্রকৃত ফ্লু” আক্রান্তের সংখ্যা চারগুণ বেশি বৃদ্ধি পেয়েছে ভিয়েনা ডেস্কঃ সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানী ভিয়েনার স্বাস্থ্য বীমা ÖGK এর প্রধান চিকিৎসক আন্দ্রেয়াস ক্রাউটার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার কেন্দ্রে এতথ্য জানান। তিনি বলেন, ভিয়েনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (MedUni) ওয়েবসাইটের প্রকাশিত গবেষণার তথ্য অনুসারে অস্ট্রিয়ায় এই মুহুর্তে ইনফ্লুয়েঞ্জা A(H1N1) pdm09…