
সেতু না থাকায় ভেঙ্গে যায় ‘বিয়ে’
ঝিনাইদহ প্রতিনিধি: শত বছরের পুরনো এক গ্রাম। যেখানে মৌসুমি ফসলসহ নানা ধরনের সবজি চাষ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে বাসিন্দারা। তিনপাশে ইছামতি নদী আর অন্যপাশে ভারতের নদীয়া জেলা। দূর থেকে দেখে মনে হবে এটা বিচ্ছিন্ন কোনো এক দ্বীপ। ওই গ্রামের বাসিন্দারা সব কিছুতে সফল হলেও তাদের দুঃখ একটাই- সেটা নদীর সেতু নিয়ে। সেতুর…