
শৈলকুপার কানাই-বলাই গ্রুপের গ্যাংলিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দ্ব›দ্ব,সংঘাত,হামলা-লুটপাট ও চাঁদাবাজদের গডফাদার হিসেবে পরিচিত কানাই-বলাই গ্রুপের গ্যাংলিডার সন্ত্রাসী জুয়েল হাসানসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র,মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নব্বই দশকের তৎকালীন সক্রিয় গণবাহিনীর সন্ত্রাসী আলোচিত কানাই-বলাই…