
নামের কারণে ‘এমপিও বঞ্চিত’ ৩৮ শিক্ষক-কর্মচারী
ঝিনাইদহ প্রতিনিধি: কলেজটির নাম ‘শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ’। আর এই কারণেই ১৮ বছর ধরে ‘এমপিও বঞ্চিত’রয়েছেন কলেজটির শিক্ষক-কর্মচারীরা। যোগ্যতার সব শর্ত পূরণ করলেও ‘শহীদ জিয়া’নামের কারণে বিগত আওয়ামীলগি সরকার কলেজটির ডিগ্রি সেকশন এমপিওভুক্তির বাইরে রাখে। ফলে ১৮ বছর আগে কলেজের ডিগ্রি সেকশনে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন। গত ৫ আগস্ট শেখ…