
টাঙ্গাইলে শীতকালীন সবজী চাষে ব্যস্ত কৃষক
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে শীতকালীন সবজী চাষে ব্যস্ত কৃষক।চলতি বছরে অতি বৃষ্টি ও বন্যর কারনে ক্ষতিগ্রস্ত চাষীরা পুষিয়ে নিতে আগাম সবজি চাষে ঝুকছেন তারা । এতে অল্প কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজী বাজারে চলে যাবে এবং শীতকালীন সবজী বিক্রী করে অধিক লাভবান হওয়ার আশা করছেন । জানা যায়, সব ধরনের সবজী উৎপাদনের উর্বর জমি রয়েছে টাঙ্গাইল…