
অস্ট্রিয়ায় নেহামার ও কোগলারের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পদত্যাগ
জাতীয় সংসদ নির্বাচনের পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদত্যাগ পত্র গ্রহন করেন ভিয়েনা ডেস্কঃ বুধবার (২ অক্টোবর) অস্ট্রিয়ার ফেডারেল রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন এর কাছে চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) ও ভাইস চ্যান্সেলর ভার্নার কোগলার (Grünen) এর কোয়ালিশন সরকার একযোগে পদত্যাগ পত্র জমা দেন এবং রাস্ট্রপতি তা গ্রহন করেন। ফলে ÖVP ও Grünen এর কোয়ালিশন…