
জয়ের আশা নিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করল ÖVP
প্রচারণার শেষে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের আশা করছে দলের প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) ভিয়েনায় ফেডারেল পার্টির সদর দফতরের সামনে তাদের নির্বাচনী প্রচারাভিযান শেষ করেছে। এসময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে দলের প্রধান ও চ্যান্সেলর কার্ল নেহামার বলেন,আমরা রবিবারের (২৯…