
ভিসা প্রত্যাখ্যান করেই ইইউ দেশগুলোর আয় ১৩ কোটি ইউরো
অনুসন্ধানী সংবাদমাধ্যম ইইউ অবজারভার-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ইউরোপ ডেস্কঃ সম্প্রতি ইউরোপের দুই বেসরকারি সংস্থা লাগো কালেক্টিভ এবং ওথো মান্তেগাজ্জা থেকে পাওয়া পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে ইইউ অবজারভার৷ ভিসা ফি থেকে পাওয়া এই আয়কে ‘উল্টো-রেমিট্যান্স’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে৷ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুসারে,২০২৩ সালে প্রত্যাখাত শেনজেন ভিসা ফি থেকে পাওয়া এই আয়ের…