ভিয়েনা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

গভীর রাতে স্লোগানে উত্তাল ঢাবি, ছাত্রলীগের ৪ নেতার পদত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ নেতাও পদত্যাগ করেছেন।

রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাত পৌনে ১টাযর দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও।

এদিকে বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে ছাত্রলীগের নেতারা বাধা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, বিজয় একাত্তর, সূর্য সেন হল, মুহসীন হল, স্যার এ এফ রহমান, সার্জেন্ট জহুরুল হল, রোকেয়া হল, শামসুন্নাহার হলে ছাত্রলীগ থেকে বাধা দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য, প্রত্যাহার করতে হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপ সম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন, রাফিউল ইসলাম রাফি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গভীর রাতে স্লোগানে উত্তাল ঢাবি, ছাত্রলীগের ৪ নেতার পদত্যাগ

আপডেটের সময় ০৯:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

ইবিটাইমস, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ নেতাও পদত্যাগ করেছেন।

রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাত পৌনে ১টাযর দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও।

এদিকে বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে ছাত্রলীগের নেতারা বাধা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, বিজয় একাত্তর, সূর্য সেন হল, মুহসীন হল, স্যার এ এফ রহমান, সার্জেন্ট জহুরুল হল, রোকেয়া হল, শামসুন্নাহার হলে ছাত্রলীগ থেকে বাধা দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য, প্রত্যাহার করতে হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপ সম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন, রাফিউল ইসলাম রাফি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন