
ভিয়েনায় কমানো হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের দাম, চলতি মাসেই কার্যকর
ভিয়েন এনার্জির গ্রাহকরা ১ জুলাই থেকে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য কম অর্থ প্রদান করবে ভিয়েনা ডেস্কঃ সোমবার (১ জুলাই) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, ভিয়েনার রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণাধীন Wien Energie জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে,এখন থেকে তাদের গ্রাহকদের শুল্ক স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে। ফলে বিদ্যুত ও গ্যাসের বিল কমে আসবে। রাজধানী ভিয়েনায় আরও একাধিক জ্বালানি প্রতিষ্ঠান রয়েছে। অবশ্য…