ভিয়েনায় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন বাংলাদেশী শিক্ষার্থীর

ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস টেকনিকুম ভিয়েনা থেকে অত্যন্ত সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি (গ্র্যাজুয়েশন) অর্জন করল অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির হাফেজ মোহাম্মদ আহমেদ

ভিয়েনা ডেস্কঃ বুধবার (২৬ জুন) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ মোহাম্মদ সহ অন্যান্যদের সনদ প্রদান করা হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ছাড়াও গ্র্যাজুয়েশন সম্পন্ন কারীদের সাথে তাদের অভিভাবক সহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (জৈব চিকিৎসা প্রকৌশল) বলতে বুঝায়, মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে চিকিৎসাবিজ্ঞান ও জীববিজ্ঞানের ওপরে প্রকৌশলবিদ্যার নীতি ও নকশার প্রয়োগ করে সৃষ্ট একটি আন্তঃশাস্ত্রীয় জ্ঞানের শাখা। এটি জৈব প্রকৌশল নামক জ্ঞানের শাখার একটি বিশেষায়িত ক্ষেত্র।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস টেকনিকুম ভিয়েনা’ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০০ সালে ভিয়েনার ফলিত বিজ্ঞানের প্রথম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। এটি অস্ট্রিয়ার ফলিত বিজ্ঞানের বৃহত্তম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি বারোটি বিভাগে স্নাতক ডিগ্রি এবং আঠারোটি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছে। বিশ্ববিদ্যালয়টি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন (EUA) এর সদস্য।

মোহাম্মদ আহমেদ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সহ সভাপতি মরহুম মিনহাজ উদ্দিন আহমেদ (খোকন) এর ছোট ছেলে। তাছাড়াও মোহাম্মদ আহমেদ ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বর্তমান সভাপতি কবির আহমেদ এর ভাতিজা।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণ হাফেজ মোহাম্মদ আহমেদ তার মরহুম পিতার অস্ট্রিয়ান নাগরিকত্বের সুবাধে ২০০৪ সালে পরিবারের অন্যান্যদের সাথে ভিয়েনায় আসে। মোহাম্মদ ভিয়েনার স্থানীয় স্কুলে অধ্যায়নের পাশাপাশি ভিয়েনার মাদানী কোরআন স্কুল থেকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ও পরিচালক ড.ফারুক আল মাদানীর তত্ত্বাবধানে কোরআনে হাফেজ হন।

মোহাম্মদ আহমেদ এর মা শামসুননাহার আহমেদ ছেলের অসাধারণ সাফল্যে মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেন। তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে তার সন্তানের অনাগত উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »