
অস্ট্রিয়ার বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল
ভারী বৃষ্টিপাত জনিত বন্যার পর আপার অস্ট্রিয়া (OÖ) এবং লোয়ার অস্ট্রিয়ায় (NÖ) রাজ্যে দানিয়ুব (Donau) নদীর পানির স্তর কিছুটা নীচে নেমেছে ভিয়েনা ডেস্কঃ বুধবার (৫ জুন) অস্ট্রিয়ার উপরোক্ত দুই রাজ্যের বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছে, অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ। এর আগে গতকাল মঙ্গলবার(৪ জুন) OÖ ও NÖ রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত দানিউব নদীর তীরের…