
ইউরোপের ২১ দেশ প্রতিরক্ষামূলক স্কাই শিল্ডে অংশ নিচ্ছে
অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ক্লাউডিয়া ট্যানার অস্ট্রিয়ার স্কাই শিল্ডে যোগদানের অভিপ্রায়ের ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন ভিয়েনা ডেস্কঃ সোমবার (২৭ মে) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এতথ্য জানিয়েছে। এতোদিন স্কাই শিল্ড সিস্টেমের বিষয়ে অস্ট্রিয়ার সিদ্ধান্ত মুলতুবি রয়েছিল। এপিএ জানায় অস্ট্রিয়ান সেনাবাহিনীর প্রধান পরিকল্পনাকারী এবং জেনারেল স্টাফের ডেপুটি চিফ, লেফটেন্যান্ট জেনারেল ব্রুনো হফবাউয়ার এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে…