ভিয়েনা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর  বর্ণবাদ আবার ব্রিটিশ রাজনীতিতে ফিরে এসেছে-বৃটিশ প্রধানমন্ত্রী তুরস্কে আবারও ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল রাজস্ব ৩৭ বিলিয়ন ডলার কমেছে -জেলেনস্কি ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার সিরাজুল ইসলাম লালমোহনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ফরেনসিক ইনভেস্টিগেশন ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে গ্রীষ্মকালীন সুইট ব্যাল্ক টু জাতের তরমুজ চাষে লাভবান কৃষকরা

তীব্র গরমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাঙ্গাইলের শীতল পাটি শিল্পীদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ১৭ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ বহুকাল ধরে ঐতিহ্যের সাথে  শীতল পাটি তৈরি করে আসছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাটি শিল্পীরা ।এসব পাটি  গুনে মানে উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের হওয়ায় কালক্রমে দেশজুড়েই জনপ্রিয়তা অর্জন করে । অথচ আধুনিক যুগে এসে নানা প্রতিকূলতার মধ্যে শীতল পাটির কদরে অনেকটাই ভাটা পড়ে ।  ফলে বিপাকে পড়ে এ অঞ্চলের পাটি শিল্পীরা । তবে এ বছর তীব্র গরমে কদর বেড়েছে টাঙ্গাইলের শীতল পাটির।
এদিকে টাঙ্গাইলের শীতল পাটি দেশজুড়ে ছড়িয়ে দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এ অঞ্চলের পাটি শিল্পকে আরও প্রসারিত করতে সব ধরনের সহযোগিতার কথা জানালো জেলার শীর্ষ এই কর্মকর্তা।
শীতল পাটি তৈরির  কাজ যেন  তাদের রক্তে মিশে আছে । তারা শত কষ্টের মাঝেও বাব-দাদার এ পেশাকে বুকে লালন করে  আসছে । সে কারনে সকল প্রতিকূলতার সাথে লড়াই করে পাটি তৈরির মধ্যে দিয়ে  আজও শীতল পাটির  ঐতিহ্য ধরে রেখেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের   পাটি শিল্পীরা । পুরুষরা পাটি তৈরির প্রধান উপকরণ বেত গাছ কেটে রোদে শুকিয়ে পাটি তৈরির উপকরণ  তৈরি করেন দেন আর নারী  শিল্পীরা অনেক দরদ দিয়ে মনের সব রং ঢেলে নিপুন হাতে তৈরি করেন আরামদায়ক ও টেকসই  শীতল পাটি ।
বর্তমানে আধুনিকতার যাঁতাকল থেকে বেড়িয়ে এসে ঘুরে  দাঁড়ানোর প্রয়াসে পুরো উদ্যামে নিয়ে শীতল পাটির তৈরির কাজ করছেন এ অঞ্চেলের পাটিকররা । এ উপজেলার শীতল পাটি  গুণে মানে অনণ্যা হওয়ায়  নজর কারছে  বর্তমানে বিভিন্ন অনলাইন শপে। সেখান থেকে পছন্দশই শীতল পাটি সংগ্রহ করছে ক্রেতারা ।
এ বছর তীব্র গরমে বেড়েছে এ অঞ্চলের পাটির চাহিদা যে কারণে ব্যস্ত সময় পার করছে পাটি শিল্পীরা।
উপজেলার আটিয়া ইউনিয়নের  হিংগানগর কামান্নাপাড়া লোকনাথ মন্দির  এলাকায় সপ্তাহে শুক্রুবার ও মঙ্গলবার  দুই দিন বসে পাটি বিক্রির হাট । এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে পাটি কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন ব্যসায়ীরা ।
বর্তমানে পাটি শিল্পের সাথে প্রায় ৫ হাজার পরিবার  জড়িত রয়েছে ।  এ অঞ্চলে প্রতিটি  পাটির মান অনুযায়ী   ৮ শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পাইকারী মূল্যে বিক্রি হয়ে থাকে । এসব পাটির খুচরা মূল্য রয়েছে ১০০০ থেকে ৩৫০০ টাকা । এ  উপজেলার  বেশিরভাগ পাটি স্থানীয় এ হাটেই  বিক্রি হয়ে থাকে । এছাড়া গ্রামে গ্রামে গিয়ে কিছু পাটি খুচরা মূল্যে বিক্রি করেন পাটিকররা।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তীব্র গরমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাঙ্গাইলের শীতল পাটি শিল্পীদের

আপডেটের সময় ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
টাঙ্গাইল প্রতিনিধিঃ বহুকাল ধরে ঐতিহ্যের সাথে  শীতল পাটি তৈরি করে আসছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাটি শিল্পীরা ।এসব পাটি  গুনে মানে উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের হওয়ায় কালক্রমে দেশজুড়েই জনপ্রিয়তা অর্জন করে । অথচ আধুনিক যুগে এসে নানা প্রতিকূলতার মধ্যে শীতল পাটির কদরে অনেকটাই ভাটা পড়ে ।  ফলে বিপাকে পড়ে এ অঞ্চলের পাটি শিল্পীরা । তবে এ বছর তীব্র গরমে কদর বেড়েছে টাঙ্গাইলের শীতল পাটির।
এদিকে টাঙ্গাইলের শীতল পাটি দেশজুড়ে ছড়িয়ে দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এ অঞ্চলের পাটি শিল্পকে আরও প্রসারিত করতে সব ধরনের সহযোগিতার কথা জানালো জেলার শীর্ষ এই কর্মকর্তা।
শীতল পাটি তৈরির  কাজ যেন  তাদের রক্তে মিশে আছে । তারা শত কষ্টের মাঝেও বাব-দাদার এ পেশাকে বুকে লালন করে  আসছে । সে কারনে সকল প্রতিকূলতার সাথে লড়াই করে পাটি তৈরির মধ্যে দিয়ে  আজও শীতল পাটির  ঐতিহ্য ধরে রেখেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের   পাটি শিল্পীরা । পুরুষরা পাটি তৈরির প্রধান উপকরণ বেত গাছ কেটে রোদে শুকিয়ে পাটি তৈরির উপকরণ  তৈরি করেন দেন আর নারী  শিল্পীরা অনেক দরদ দিয়ে মনের সব রং ঢেলে নিপুন হাতে তৈরি করেন আরামদায়ক ও টেকসই  শীতল পাটি ।
বর্তমানে আধুনিকতার যাঁতাকল থেকে বেড়িয়ে এসে ঘুরে  দাঁড়ানোর প্রয়াসে পুরো উদ্যামে নিয়ে শীতল পাটির তৈরির কাজ করছেন এ অঞ্চেলের পাটিকররা । এ উপজেলার শীতল পাটি  গুণে মানে অনণ্যা হওয়ায়  নজর কারছে  বর্তমানে বিভিন্ন অনলাইন শপে। সেখান থেকে পছন্দশই শীতল পাটি সংগ্রহ করছে ক্রেতারা ।
এ বছর তীব্র গরমে বেড়েছে এ অঞ্চলের পাটির চাহিদা যে কারণে ব্যস্ত সময় পার করছে পাটি শিল্পীরা।
উপজেলার আটিয়া ইউনিয়নের  হিংগানগর কামান্নাপাড়া লোকনাথ মন্দির  এলাকায় সপ্তাহে শুক্রুবার ও মঙ্গলবার  দুই দিন বসে পাটি বিক্রির হাট । এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে পাটি কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন ব্যসায়ীরা ।
বর্তমানে পাটি শিল্পের সাথে প্রায় ৫ হাজার পরিবার  জড়িত রয়েছে ।  এ অঞ্চলে প্রতিটি  পাটির মান অনুযায়ী   ৮ শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পাইকারী মূল্যে বিক্রি হয়ে থাকে । এসব পাটির খুচরা মূল্য রয়েছে ১০০০ থেকে ৩৫০০ টাকা । এ  উপজেলার  বেশিরভাগ পাটি স্থানীয় এ হাটেই  বিক্রি হয়ে থাকে । এছাড়া গ্রামে গ্রামে গিয়ে কিছু পাটি খুচরা মূল্যে বিক্রি করেন পাটিকররা।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস