ভিয়েনা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর রাকসু নির্বাচন: ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয় জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা লালমোহনের এমপিওভুক্ত প্রতি প্রতিষ্ঠানের ৫ শিক্ষক ঢাকা যাওয়ার সিদ্ধান্ত ভারতে গরু চোর সন্দেহে হবিগঞ্জের ৩ ব্যক্তিকে হত্যা টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত বাসে অগ্নিসংযোগ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত চরফ্যাশনে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেনেন – নাবিক সাব্বিরকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ১৮ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ সোমালিয়ার জলদস্যুদরে হাতে জিম্মি  টাঙ্গাইলরে নাবিক সাব্বিরের বাড়িতে আজ ঈদের আনন্দ। মুক্ত হওয়ার পর থেকেই তাকে কাছে পাওয়ার অপেক্ষা করছিল সাব্বিরের বৃদ্ধ মা-বাবা বোন বন্ধুসহ স্বজনরা। দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে  তুলেনেন নাবিক সাব্বিরকে।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহররে আদলত পাড়ার বোনের বাসায়  উঠলেন সাব্বির।
সাব্বির জানায় ‘যখন আমাদরেকে জলদস্যুরা তাদের নিয়ন্ত্রনে নিয়ে নেন, তখন থেকে আমরা তাদের কাছে বন্দি জীবনযাবনে করতেে ছিলাম। তবে জাহাজে আমারা  যে যার কাজ ঠিকঠাক মত করেছি, রোজা রেখেছি, নামাজও পড়েছি।

সাব্বিির জানায়, এখন ছাড়া পেয়ে সেই ঈদের আনন্দটাই আল্লাহ যেন এখন দিয়েছে। আমদেরকে ফিরিয়ে আনতে সিও স্যার সহ যারা গুরুত্বর্পূণ ভূমকিা    রেখেছেে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে পরিবারে সাব্বির কে পেয়ে তাদের মধ্যে ঈদের উৎসব আমেজ বিরাজ করছে। সাব্বির ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন বন্ধু ও প্রতিবেশিরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীড় জমায়।

সাব্বিরের বোন মিতু আক্তার জানান, এখন আমার ভাই ফিরে এসেছে, আমরা অনেক খুশি।

উল্লখে, গত (১৪ এপ্রিল) ভোরে জলদস্যুদের কবল থকেে মুক্ত হন এমভি আব্দুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এরপর জাহাজটি পৗেঁছে দুবাই এর আল হামরিয়া বন্দর। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনা পাথর র্ভতী করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দশ্যেে রওয়ানা দেয়। সব মিলিয়ে ৬৫ দিন পর মুক্ত হয়ে নাবিকরা বাংলাদেশেে এসে স্বজনদরে কাছে ফিরলেন।

প্রসঙ্গত, সোমালিয়ান জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিক। এদের মধ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজলোর সহবতপুর ইউনয়িনরে ডাঙা ধলাপাড়া গ্রামেের হারুন অর রশিদের ছেলে সাব্বির। টাঙ্গাইল শহরের কাগমারি এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করে ভর্তি হন চট্রগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সাথে পাস করে র্সবশেষ ২০২২ সালের জুন মাসে এমভি আব্দুল্লাহ নামক পণ্য বহনকারী একটি জাহাজে র্মাচেন্ট র্কমর্কতা হিসেবে চাকুরী নেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস   

জনপ্রিয়

টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেনেন – নাবিক সাব্বিরকে

আপডেটের সময় ১২:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

টাঙ্গাইল প্রতিনিধিঃ সোমালিয়ার জলদস্যুদরে হাতে জিম্মি  টাঙ্গাইলরে নাবিক সাব্বিরের বাড়িতে আজ ঈদের আনন্দ। মুক্ত হওয়ার পর থেকেই তাকে কাছে পাওয়ার অপেক্ষা করছিল সাব্বিরের বৃদ্ধ মা-বাবা বোন বন্ধুসহ স্বজনরা। দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে  তুলেনেন নাবিক সাব্বিরকে।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহররে আদলত পাড়ার বোনের বাসায়  উঠলেন সাব্বির।
সাব্বির জানায় ‘যখন আমাদরেকে জলদস্যুরা তাদের নিয়ন্ত্রনে নিয়ে নেন, তখন থেকে আমরা তাদের কাছে বন্দি জীবনযাবনে করতেে ছিলাম। তবে জাহাজে আমারা  যে যার কাজ ঠিকঠাক মত করেছি, রোজা রেখেছি, নামাজও পড়েছি।

সাব্বিির জানায়, এখন ছাড়া পেয়ে সেই ঈদের আনন্দটাই আল্লাহ যেন এখন দিয়েছে। আমদেরকে ফিরিয়ে আনতে সিও স্যার সহ যারা গুরুত্বর্পূণ ভূমকিা    রেখেছেে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে পরিবারে সাব্বির কে পেয়ে তাদের মধ্যে ঈদের উৎসব আমেজ বিরাজ করছে। সাব্বির ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন বন্ধু ও প্রতিবেশিরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীড় জমায়।

সাব্বিরের বোন মিতু আক্তার জানান, এখন আমার ভাই ফিরে এসেছে, আমরা অনেক খুশি।

উল্লখে, গত (১৪ এপ্রিল) ভোরে জলদস্যুদের কবল থকেে মুক্ত হন এমভি আব্দুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এরপর জাহাজটি পৗেঁছে দুবাই এর আল হামরিয়া বন্দর। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনা পাথর র্ভতী করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দশ্যেে রওয়ানা দেয়। সব মিলিয়ে ৬৫ দিন পর মুক্ত হয়ে নাবিকরা বাংলাদেশেে এসে স্বজনদরে কাছে ফিরলেন।

প্রসঙ্গত, সোমালিয়ান জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিক। এদের মধ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজলোর সহবতপুর ইউনয়িনরে ডাঙা ধলাপাড়া গ্রামেের হারুন অর রশিদের ছেলে সাব্বির। টাঙ্গাইল শহরের কাগমারি এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করে ভর্তি হন চট্রগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সাথে পাস করে র্সবশেষ ২০২২ সালের জুন মাসে এমভি আব্দুল্লাহ নামক পণ্য বহনকারী একটি জাহাজে র্মাচেন্ট র্কমর্কতা হিসেবে চাকুরী নেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস