ভিয়েনা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জয়সয়ালের সেঞ্চুরিতে রাজস্থানের জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে ঝলক দেখিয়েছেন সন্দীপ শর্মা। তার ফাইফারের পর ব্যাট হাতে অপ্রতিরোধ্য যশস্বী জয়সয়াল। তরুণ তারকার সেঞ্চুরিতে হার্দিক পান্ডিয়ার দলকে ৯ উইকেটে হারিয়েছে স্যাঞ্জু স্যামসনের রাজস্থান।

রাজস্থানের ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৯ রান করে তারা। জবাবে নেমে ১ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় রাজস্থান।

লক্ষ্য তাড়ায় দুই ওপেনার জয়সয়াল ও জস বাটলার মিলে ৮ ওভারেই তুলে ফেলেন ৭৪ রান। ২৫ বলে ৩৫ রান করে বাটলার বিদায় নিলেও অধিনায়ক সাঞ্জু স্যামসনকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন যশস্বী। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। যা আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি। দুর্দান্ত এই ইনিংসটি ৭টি ছক্কা ও ৯টি চারে সাজানো। আর স্যামসন ২৮ বলে ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে মুম্বাইয়ের টপঅর্ডারদের ব্যর্থতার পর তিলক ভার্মা হাল ধরেন। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। তিন চার ও চার ছক্কায় ২৪ বলে ৪৯ রান করেন নিহাল ওয়াধেরা। এছাড়া ১৭ বলে ২৩ রান করেন মোহাম্মদ নবী। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ। ৯ উইকেটে ১৭৯ রান করে মুম্বাই। সন্দীপ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই রইলো রাজস্থান। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্স। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম মুম্বাই।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জয়সয়ালের সেঞ্চুরিতে রাজস্থানের জয়

আপডেটের সময় ০৬:২৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক: জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে ঝলক দেখিয়েছেন সন্দীপ শর্মা। তার ফাইফারের পর ব্যাট হাতে অপ্রতিরোধ্য যশস্বী জয়সয়াল। তরুণ তারকার সেঞ্চুরিতে হার্দিক পান্ডিয়ার দলকে ৯ উইকেটে হারিয়েছে স্যাঞ্জু স্যামসনের রাজস্থান।

রাজস্থানের ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৯ রান করে তারা। জবাবে নেমে ১ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় রাজস্থান।

লক্ষ্য তাড়ায় দুই ওপেনার জয়সয়াল ও জস বাটলার মিলে ৮ ওভারেই তুলে ফেলেন ৭৪ রান। ২৫ বলে ৩৫ রান করে বাটলার বিদায় নিলেও অধিনায়ক সাঞ্জু স্যামসনকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন যশস্বী। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। যা আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি। দুর্দান্ত এই ইনিংসটি ৭টি ছক্কা ও ৯টি চারে সাজানো। আর স্যামসন ২৮ বলে ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে মুম্বাইয়ের টপঅর্ডারদের ব্যর্থতার পর তিলক ভার্মা হাল ধরেন। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। তিন চার ও চার ছক্কায় ২৪ বলে ৪৯ রান করেন নিহাল ওয়াধেরা। এছাড়া ১৭ বলে ২৩ রান করেন মোহাম্মদ নবী। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ। ৯ উইকেটে ১৭৯ রান করে মুম্বাই। সন্দীপ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই রইলো রাজস্থান। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্স। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম মুম্বাই।

ডেস্ক/ইবিটাইমস/এনএল