
জলবায়ুর পরিবর্তনে আগামী ৪০ থেকে ৫০ বছরের মধ্যে অস্ট্রিয়ায় বরফ থাকছে না !
ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির ফলে অস্ট্রিয়ার আল্পস পর্বতাঞ্চলে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (৫ এপ্রিল) অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য Steiermark রাজ্যের রাজধানী Graz এ এক সংবাদ সম্মেলনে গ্রাজ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও স্থানিক গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও আলপাইন অ্যাসোসিয়েশন এর বিশেষজ্ঞ আন্দ্রেয়াস কেলার-পির্কলবাউয়ার এতথ্য জানান। আন্দ্রেয়াস কেলার-পির্কলবাউয়ার বলেন, চলমান তাপের রেকর্ড, যা এখন প্রায় সাধারণ…