
জমকালো আয়োজনে জোবানী পের লা উমানিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, ইতালি: ইতালিতে ইউরোপের সারা জাগানো ব্যাডমিন্টন টুর্নামেন্ট জোবানী পের লা উমানিতা(GPU) এর আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত। ইউরোপ থেকে ২০ দলের অংশগ্রহণে করেন। টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ড্রিম ক্যাফেটেরিয়া ভিচেনছা বনাম হবিগঞ্জ একাদশ (সুইডেন)। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে টু স্টার (সুইডেন) বনাম রোমা ব্যাডমিন্টন। সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ…