ভিয়েনা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

ইতালিতে ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ১৬ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ ইতালিতে ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে ভেনিসে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, অধ্যায়নরত, এবং স্কুলে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল কারীদের ক্রেস্ট প্রদান করেন। দীর্ঘ ১৮ বছর যাবত ভেনিস বাংলা স্কুল প্রবাসের মাটিতে বাংলাদেশীয় কৃষ্টি কালচার তুলে ধরা এবং বাংলা শিক্ষার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে এবং উপদেষ্টা পলাশ রহমান, শিক্ষিকা কাজল ও জিয়া এর প্রানবন্ত উপস্থাপনায় ভেনিসে একটি অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আরাফ বিন নাসির। পরে বাংলাদেশের জাতীয় সংগীত এবং ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষিকাবৃন্দ।

পরবর্তীতে স্কুল পরীক্ষায় মেধা তালিকা বিভিন্ন শ্রেণীর যেসব ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন তাসনিয়া খান, নুহান শাহনেওয়াজ, আফিয়া আনজুম, আরাফ কামাল, মুহাম্মদ রিদফান সরদার, ঈশান কাঞ্চন, ফারহান গোলাম, তানহা মৃধা, আরাব বিন নাসির, ইয়ামিম মোহাম্মদ, মাহাদী খাইরুল, সাকিবা লিটন, তানহা সালাম, মুশফিক হোসেন সিয়াম, বায়েজিদ হোসেন সায়মন, সাদিক মিয়া।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাশ করা এবং অধ্যয়নরত যাদের হাতে ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন, Dr. Rasel miah. *Archtech miah Rhitu * Dr.Uddin Dekha Juairia

অধ্যায়নরত – Sharif Leeon, Mollik Tasniea, Bahadur Afsana Mimma, Samrat Abdullah Bin, Jannatul Ferdous Prity, KhanTarif, Mossammat Yea, Bashar Lamia, Shoyon Tamannor, Sardar Shakif Sadman, Miah Rubel, Bahadur Ononto, Faisal Hossain, Rahman Rariur, Reza Tasmia Rafa Binte

এদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলা স্কুল পরিবার, ইতালিয়ান কমিউনিটি ব্যক্তিবর্গ, এবং বাংলা কমিউনিটির রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ – Bellato Giacomo,Andrea Onori,Valeria Tonioli,Palma Gasparrini, Firpo Sergio,Raffaele Pasqualetto, Marta Artico, Maria Laura Facchin, Medico Salim আজহার শরীফ, রফিক সৈয়াল, শাহাদাৎ হোসেন, সোলেমান হোসেন, আমিনুল হাজারী, জাকির হোসেন সুমন, শান্ত ব্যাপারী, আল-আমিন, তোসন খান, ওমর ফারুক নিনি, এমডি আখতার উদ্দিন, নাসির উদ্দিন পান্না, রুনু আক্তার, মোহাম্মাদউল্লাহ্ সোহেল, শহিদুল ইসলাম সুজন, সুরাইয়া আক্তার, আব্দুর রহমান, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, জান্নাত গাজী, সিয়াম হোসেন, সারা সরদার। পরিশেষে সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার আগত অতিথিদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান

আপডেটের সময় ০৩:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ ইতালিতে ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে ভেনিসে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, অধ্যায়নরত, এবং স্কুলে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল কারীদের ক্রেস্ট প্রদান করেন। দীর্ঘ ১৮ বছর যাবত ভেনিস বাংলা স্কুল প্রবাসের মাটিতে বাংলাদেশীয় কৃষ্টি কালচার তুলে ধরা এবং বাংলা শিক্ষার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে এবং উপদেষ্টা পলাশ রহমান, শিক্ষিকা কাজল ও জিয়া এর প্রানবন্ত উপস্থাপনায় ভেনিসে একটি অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আরাফ বিন নাসির। পরে বাংলাদেশের জাতীয় সংগীত এবং ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষিকাবৃন্দ।

পরবর্তীতে স্কুল পরীক্ষায় মেধা তালিকা বিভিন্ন শ্রেণীর যেসব ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন তাসনিয়া খান, নুহান শাহনেওয়াজ, আফিয়া আনজুম, আরাফ কামাল, মুহাম্মদ রিদফান সরদার, ঈশান কাঞ্চন, ফারহান গোলাম, তানহা মৃধা, আরাব বিন নাসির, ইয়ামিম মোহাম্মদ, মাহাদী খাইরুল, সাকিবা লিটন, তানহা সালাম, মুশফিক হোসেন সিয়াম, বায়েজিদ হোসেন সায়মন, সাদিক মিয়া।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাশ করা এবং অধ্যয়নরত যাদের হাতে ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন, Dr. Rasel miah. *Archtech miah Rhitu * Dr.Uddin Dekha Juairia

অধ্যায়নরত – Sharif Leeon, Mollik Tasniea, Bahadur Afsana Mimma, Samrat Abdullah Bin, Jannatul Ferdous Prity, KhanTarif, Mossammat Yea, Bashar Lamia, Shoyon Tamannor, Sardar Shakif Sadman, Miah Rubel, Bahadur Ononto, Faisal Hossain, Rahman Rariur, Reza Tasmia Rafa Binte

এদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলা স্কুল পরিবার, ইতালিয়ান কমিউনিটি ব্যক্তিবর্গ, এবং বাংলা কমিউনিটির রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ – Bellato Giacomo,Andrea Onori,Valeria Tonioli,Palma Gasparrini, Firpo Sergio,Raffaele Pasqualetto, Marta Artico, Maria Laura Facchin, Medico Salim আজহার শরীফ, রফিক সৈয়াল, শাহাদাৎ হোসেন, সোলেমান হোসেন, আমিনুল হাজারী, জাকির হোসেন সুমন, শান্ত ব্যাপারী, আল-আমিন, তোসন খান, ওমর ফারুক নিনি, এমডি আখতার উদ্দিন, নাসির উদ্দিন পান্না, রুনু আক্তার, মোহাম্মাদউল্লাহ্ সোহেল, শহিদুল ইসলাম সুজন, সুরাইয়া আক্তার, আব্দুর রহমান, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, জান্নাত গাজী, সিয়াম হোসেন, সারা সরদার। পরিশেষে সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার আগত অতিথিদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস