
ধূমপানের জন্য প্ল্যাটফর্মে নামার পর ট্রেন ছেঁড়ে দেয়ায় যাত্রীর রেলজেট ট্রেনে ঝাঁপ
ক্ষণিকের ধূমপানের জন্য স্টেশনে নামার পর রেলজেট ট্রেন ছেড়ে দেয়ায় এক যাত্রী তার লাগেজ হারানোর ভয়ে রেলজেটে ট্রেনের পিছনের ধাতবে লাফ দিয়ে আটকে ছিলেন পরের স্টেশন পর্যন্ত ভিয়েনা ডেস্কঃ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ভিয়েনার প্রধান রেলস্টেশন থেকে দক্ষিণের রাজ্য Kärnten এর Villach শহরের উদ্দেশ্যে রুটিন অনুযায়ী ছেড়ে যায় একটি রেলজেট ট্রেন। ট্রেনটি তার যাত্রা পথে…