
কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭৬ জন পোশাক শ্রমিক আহত
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় আজ শনিবার সকাল ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে অন্তত ৭৬ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, কারখানাটি তিন তলার। ভূমিকম্পের পর পোশাক কারখানা থেকে দ্রুত বের হওয়ার সময় আহত হন শ্রমিকরা। কয়েকজন অভিযোগ করেন, ঘটনার সময় কলাপসিবল গেট তালাবদ্ধ ছিল। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অ্যাসিসটেন্ট সোলায়মান বাদশা জানান, এই পর্যন্ত ৭৬ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তার মধ্যে চার জনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার সকাল ৯টা ৩৫…