ভিয়েনা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তানজিন তিশাকে চেনেন না তবে নাম শুনেছেন জায়েদ খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: তানজিন তিশাকে চেনেন না, তবে তার নাম শুনেছেন বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিতর্কিত মন্তব্য ঘিরে নেটজুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। এ অভিনেত্রী এক সাংবাদিককে হুমকি দিয়েছিলেন। এখানেই থেমে থাকেননি তিশা, পরে ওই সাংবাদিকের বিরুদ্ধে ডিবি অফিসে গিয়েও অভিযোগ করেছেন।

এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেন, বিনোদন শ্রমিক অর্থাৎ নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মনে হচ্ছে তানজিন তিশা ইমম্যাচিউরড । এ জন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে।

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা যদি কোনো তারকার প্রতি বিরক্তহন বা মুখ ফিরিয়ে নেন, তখন তার দাঁড়ানো খুব টাফ হয়ে যায়। এককথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব মুশকিল।’

নিজের প্রসঙ্গ টেনে জায়েদ খান বলেন, ‘আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছে। কত নেগেটিভ নিউজ করেছে, তবে এ বিষয়টি আমি বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত নয়। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।’

তিশার সম্পর্কে জায়েদ খান বলেন, ‘মেয়েটিকে দেখেছি, তেমন চিনি না। আসলে তাকে যারা বুদ্ধি দেয়, তারা বোকা।’

এর আগে গত ২০ নভেম্বর (সোমবার) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন তিশা। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী।

এর আগে হাসপাতালে ভর্তি, পরদিন হাসপাতাল থেকে ফিরে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ—এসব নিয়ে তুমুল আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একই সঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টিও আলোচনার কেন্দ্রে আসে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তানজিন তিশাকে চেনেন না তবে নাম শুনেছেন জায়েদ খান

আপডেটের সময় ০৫:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

ইবিটাইমস ডেস্ক: তানজিন তিশাকে চেনেন না, তবে তার নাম শুনেছেন বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিতর্কিত মন্তব্য ঘিরে নেটজুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। এ অভিনেত্রী এক সাংবাদিককে হুমকি দিয়েছিলেন। এখানেই থেমে থাকেননি তিশা, পরে ওই সাংবাদিকের বিরুদ্ধে ডিবি অফিসে গিয়েও অভিযোগ করেছেন।

এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেন, বিনোদন শ্রমিক অর্থাৎ নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মনে হচ্ছে তানজিন তিশা ইমম্যাচিউরড । এ জন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে।

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা যদি কোনো তারকার প্রতি বিরক্তহন বা মুখ ফিরিয়ে নেন, তখন তার দাঁড়ানো খুব টাফ হয়ে যায়। এককথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব মুশকিল।’

নিজের প্রসঙ্গ টেনে জায়েদ খান বলেন, ‘আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছে। কত নেগেটিভ নিউজ করেছে, তবে এ বিষয়টি আমি বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত নয়। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।’

তিশার সম্পর্কে জায়েদ খান বলেন, ‘মেয়েটিকে দেখেছি, তেমন চিনি না। আসলে তাকে যারা বুদ্ধি দেয়, তারা বোকা।’

এর আগে গত ২০ নভেম্বর (সোমবার) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন তিশা। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী।

এর আগে হাসপাতালে ভর্তি, পরদিন হাসপাতাল থেকে ফিরে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ—এসব নিয়ে তুমুল আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একই সঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টিও আলোচনার কেন্দ্রে আসে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল