ভিয়েনা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে লালমোহন পৌরসভার সাবেক মেয়র তুহিন গ্রেফতার হাদীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে জামায়াতে বিক্ষোভ মিছিল ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইলে অব‌রো‌ধে বাস চা‌লা‌নোর ঘোষণা দি‌লেও শ্রমিক নেতা‌দের বাসের চাকাই ঘু‌রে‌নি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ২১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ  অব‌রো‌ধ চলাকালীন গণপ‌রিবহণ চালা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছিল টাঙ্গাইল বাস কোচ মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির নেতারা।
ত‌বে বুধবার (৮ ন‌ভেম্বর) বিএনপি- জামায়া‌তের ডাকা অব‌রো‌ধের প্রথম‌দি‌নেই মা‌লিক স‌মি‌তির কোন নেতার বাস চলাচল ক‌রে‌নি। ফ‌লে শহ‌রের নত‌ুন বাসস্ট‌্যান্ড থে‌কে ঢাকাসহ দুরপাল্লার উদ্দে‌শ্যে কোন বাস ছে‌ড়ে যায়‌নি। ত‌বে সকা‌লের দি‌কে চন্দ্রা পর্যন্ত ৭‌টি বাস ছে‌ড়ে গে‌ছে।  য‌দিও স‌মি‌তির নেতারা জা‌নি‌য়ে‌ছেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় বাসগু‌লো চলাচল কর‌ছে না।
এরআগে সোমবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সাথে পুলিশের মত বিনিময় সভায় অব‌রো‌ধের ম‌ধ্যে গণপ‌রিবহণ চলাচল করার ঘোষণা করে‌ছিল সমিতির নেতারা।
জানা‌ গে‌ছে, ভোর থে‌কে সকাল পর্যন্ত টাঙ্গাইল নতুন বাসস্ট‌্যান্ড থে‌কে গাজীপু‌রের চন্দ্রা পর্যন্ত ঝটিকা, ধ‌লেশ্বরী ও সা‌র্বিক প‌রিবহ‌নের ক‌য়েক‌টি বাস ছে‌ড়ে। এছাড়া ময়মন‌সিংহের উদ্দে‌শ্যে ছে‌ড়ে‌ছে ১০‌টি বাস।  ত‌বে বেলার বাড়ার পর কোন বাস যাত্রী নি‌য়ে বাসস্ট‌্যান্ড ত‌্যাগ ক‌রে‌নি।
ধলেশ্বরী বাসের সুপারভাইজার পারভেজ বলেন, টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে ঢাকা বা উত্তরবঙ্গমুখী কোনো বাস ছেড়ে যায়নি। ঝুঁকি নিয়ে শুধুমাত্র চন্দ্রা ও বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ৮-১০টি বাস ছেড়ে গেছে। অবরোধকারীরা রাস্তায় দাঁড়ালে বাস রেখে চলে আসবো।
বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন ব‌লেন, যাত্রী না থাকায় বাসগু‌লো চলাচল কর‌ছে না। ত‌বে সকা‌লের দি‌কে টাঙ্গাইল হ‌তে আমার এক‌টি বাসসহ সাত‌টি বাস গাজ‌ীপু‌রের চন্দ্রা পর্যন্ত গি‌য়ে‌ছে। এছাড়া একই সম‌য়ে ময়মন‌সিং‌হের দি‌কেও ১০‌টি বাস ছে‌ড়ে‌ছে শহ‌রের নতুন বাসট‌্যান্ড থে‌কে। ঢাকা থে‌কে কোন বাস শহ‌রে প্রবেশ ক‌রে‌নি। এছাড়া ময়মন‌সিংহ থে‌কে মধুপুর পর্যন্ত ক‌য়েকটা বাস এসে‌ছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে অব‌রো‌ধে বাস চা‌লা‌নোর ঘোষণা দি‌লেও শ্রমিক নেতা‌দের বাসের চাকাই ঘু‌রে‌নি

আপডেটের সময় ১২:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
টাঙ্গাইল প্রতিনিধিঃ  অব‌রো‌ধ চলাকালীন গণপ‌রিবহণ চালা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছিল টাঙ্গাইল বাস কোচ মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির নেতারা।
ত‌বে বুধবার (৮ ন‌ভেম্বর) বিএনপি- জামায়া‌তের ডাকা অব‌রো‌ধের প্রথম‌দি‌নেই মা‌লিক স‌মি‌তির কোন নেতার বাস চলাচল ক‌রে‌নি। ফ‌লে শহ‌রের নত‌ুন বাসস্ট‌্যান্ড থে‌কে ঢাকাসহ দুরপাল্লার উদ্দে‌শ্যে কোন বাস ছে‌ড়ে যায়‌নি। ত‌বে সকা‌লের দি‌কে চন্দ্রা পর্যন্ত ৭‌টি বাস ছে‌ড়ে গে‌ছে।  য‌দিও স‌মি‌তির নেতারা জা‌নি‌য়ে‌ছেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় বাসগু‌লো চলাচল কর‌ছে না।
এরআগে সোমবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সাথে পুলিশের মত বিনিময় সভায় অব‌রো‌ধের ম‌ধ্যে গণপ‌রিবহণ চলাচল করার ঘোষণা করে‌ছিল সমিতির নেতারা।
জানা‌ গে‌ছে, ভোর থে‌কে সকাল পর্যন্ত টাঙ্গাইল নতুন বাসস্ট‌্যান্ড থে‌কে গাজীপু‌রের চন্দ্রা পর্যন্ত ঝটিকা, ধ‌লেশ্বরী ও সা‌র্বিক প‌রিবহ‌নের ক‌য়েক‌টি বাস ছে‌ড়ে। এছাড়া ময়মন‌সিংহের উদ্দে‌শ্যে ছে‌ড়ে‌ছে ১০‌টি বাস।  ত‌বে বেলার বাড়ার পর কোন বাস যাত্রী নি‌য়ে বাসস্ট‌্যান্ড ত‌্যাগ ক‌রে‌নি।
ধলেশ্বরী বাসের সুপারভাইজার পারভেজ বলেন, টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে ঢাকা বা উত্তরবঙ্গমুখী কোনো বাস ছেড়ে যায়নি। ঝুঁকি নিয়ে শুধুমাত্র চন্দ্রা ও বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ৮-১০টি বাস ছেড়ে গেছে। অবরোধকারীরা রাস্তায় দাঁড়ালে বাস রেখে চলে আসবো।
বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন ব‌লেন, যাত্রী না থাকায় বাসগু‌লো চলাচল কর‌ছে না। ত‌বে সকা‌লের দি‌কে টাঙ্গাইল হ‌তে আমার এক‌টি বাসসহ সাত‌টি বাস গাজ‌ীপু‌রের চন্দ্রা পর্যন্ত গি‌য়ে‌ছে। এছাড়া একই সম‌য়ে ময়মন‌সিং‌হের দি‌কেও ১০‌টি বাস ছে‌ড়ে‌ছে শহ‌রের নতুন বাসট‌্যান্ড থে‌কে। ঢাকা থে‌কে কোন বাস শহ‌রে প্রবেশ ক‌রে‌নি। এছাড়া ময়মন‌সিংহ থে‌কে মধুপুর পর্যন্ত ক‌য়েকটা বাস এসে‌ছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস