
অস্ট্রিয়ান চ্যান্সেলরের আকস্মিক ইসরাইল সফর
অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ইসরাইলের পক্ষে পরিষ্কার বার্তা দিয়ে বলেন, “নিজেকে রক্ষা করার অধিকার” ইসরাইলের আছে ভিয়েনা ডেস্কঃ বুধবার (২৫ অক্টোবর) অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ও চেক প্রজাতন্ত্রের সরকার প্রধান পেত্র ফিয়ালার সাথে চেক প্রজাতন্ত্রের একটি বিশেষ বিমানে করে ইসরাইল সফরে আসেন। অস্ট্রিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে,তেল আবিবে তার কার্যনির্বাহী সফরের সময়,…