
অস্ট্রিয়ায় স্কুল শুরুর সাথে সাথে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ার ঘোষণা
আগামীকাল সোমবার যখন স্কুল শুরু হবে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ স্কুলগুলির এলাকায় অস্ট্রিয়া-ব্যাপী ব্যাপক ট্রাফিক মনিটরিংয়ের ঘোষণা দিয়েছে ভিয়েনা ডেস্কঃ সোমবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের তিন রাজ্য ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ড রাজ্যে স্কুলের শুরুতে পুলিশ নির্দিষ্ট মোড় বিশেষকরে বিভিন্ন স্কুলের মোড়ে, স্কুলে যাওয়ার রুট পর্যবেক্ষণ করবে। স্কুল এবং কিন্ডারগার্টেনগুলির আশেপাশে গতির আচরণ পরীক্ষা করবে…