
ভিয়েনায় অর্ণব ও ডোরিনের বিবাহোত্তর জাঁকজঁমক অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান অর্ণব হাওলাদার আনোয়ার কামাল সাহেবের ছেলে ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৪ সেপ্টেম্বর) ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের প্রসিদ্ধ Vienna Kristal Hochzeitsaal এ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের সুপরিচিত হাওলাদার আনোয়ার কামালের ছেলে অর্ণব ও জার্মানির বার্লিন নিবাসী ওবায়দুল হকের মেয়ে ডোরিনের বিবাহোত্তর জাঁকজঁমক বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে,গত ১১ আগস্ট জার্মানির…