
ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের তরুণ প্রজন্মের উদ্যোগে নব জাগরনের শ্রী শ্রী গনেশ পূঁজা
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের তরুণ প্রজন্মের উদ্যোগে নব জাগরনের শ্রী শ্রী গনেশ পূঁজা ঝাঁক জমক আয়োজনের মধ্য অনুষ্ঠিত হচ্ছে। দু’দিন ব্যাপি অনুষ্ঠানের পূজা অর্চনার পাশা পাশি অঞ্জলী প্রদান, গীতা পাঠ,শঙ্খধ্বনি প্রতিযোগীতা , দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদ্বীপ প্রজলন এবং ২য় দিন সিঁদুর খেলা ও প্রতিমাসহ শহর প্রদক্ষিণ শেষে সির্জন। ঝালকাঠিতে ৩ বছর পূর্বে…