ভিয়েনা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের নাম নিয়ে যা বললেন নায়িকা পরীমণি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০২:০০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ২৯ সময় দেখুন

নাহিদ আক্তার, বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি এবং অভিনেতা শরিফুল ইসলাম রাজের দাম্পত্য জীবন বারবার সংবাদে উঠে এসেছে। সবশেষ গত ২০ মে অভিনেত্রী পরীমণির বাসা থেকে নিজের সব জিনিস নিয়ে বের হয়ে যান রাজ। এরপর একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে একাই হাসপাতালে দৌড়ঝাপ করেন চিত্রনায়িকা। এসময়ে সোশ্যাল মিডিয়ায় রাজকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরী।

চলতি বছর ১০ আগস্ট একমাত্র ছেলে রাজ্যর এক বছর পূর্ণ হবে। সম্প্রতি স্বামী রাজের ওপর ক্ষিপ্ত হয়ে ছেলের নাম বদলে ফেলেছেন পরীমণি। তবে এ নিয়ে এবার ভিন্ন কথা জানালেন এই নায়িকা। সবমিলে তারকা দম্পতির ছেলের দুটি নাম ছড়িয়ে পড়ে সোশ্যালে। অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা জানিয়েছিলেন—রাজের প্রতি ক্ষোভ থেকে তার স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য ‘রাজ্য’ নাম বাদ দিয়েছেন পরী। রাজ্যর পরিবর্তে প্রকাশ্যে আসে দুটি নাম, যথা ‘পদ্ম’ ও ‘পুণ্য’।

এ ব্যাপারে পরীমণির ভাষ্য, সব নামেই ডাকা যাবে আমাকে। আমি রাজ্য-পদ্ম-পুণ্য, তিনজনেরই মা। তিনটি নামই আমার সন্তানের নাম। নাম কি আর মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্তও হয়। এ জন্য বলতে পারেন, দুটি নাম যোগ হয়েছে।

বর্তমানে এই নায়িকা ছেলের জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত। তিনি বলেন, কোথাও কিন্তু আমি বলিনি ছেলের নাম বদলে ফেলেছি। তাই না জেনে এভাবে ছেলের নাম বদলে ফেলার কথা বলা একদমই ঠিক নয়। তবে যাই হোক, ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট, এ নিয়ে এখন ব্যস্ত আছি। জন্মদিনের আয়োজন ঘিরেই সব ভাবনা আমার।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছেলের নাম নিয়ে যা বললেন নায়িকা পরীমণি

আপডেটের সময় ০৮:০২:০০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

নাহিদ আক্তার, বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি এবং অভিনেতা শরিফুল ইসলাম রাজের দাম্পত্য জীবন বারবার সংবাদে উঠে এসেছে। সবশেষ গত ২০ মে অভিনেত্রী পরীমণির বাসা থেকে নিজের সব জিনিস নিয়ে বের হয়ে যান রাজ। এরপর একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে একাই হাসপাতালে দৌড়ঝাপ করেন চিত্রনায়িকা। এসময়ে সোশ্যাল মিডিয়ায় রাজকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরী।

চলতি বছর ১০ আগস্ট একমাত্র ছেলে রাজ্যর এক বছর পূর্ণ হবে। সম্প্রতি স্বামী রাজের ওপর ক্ষিপ্ত হয়ে ছেলের নাম বদলে ফেলেছেন পরীমণি। তবে এ নিয়ে এবার ভিন্ন কথা জানালেন এই নায়িকা। সবমিলে তারকা দম্পতির ছেলের দুটি নাম ছড়িয়ে পড়ে সোশ্যালে। অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা জানিয়েছিলেন—রাজের প্রতি ক্ষোভ থেকে তার স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য ‘রাজ্য’ নাম বাদ দিয়েছেন পরী। রাজ্যর পরিবর্তে প্রকাশ্যে আসে দুটি নাম, যথা ‘পদ্ম’ ও ‘পুণ্য’।

এ ব্যাপারে পরীমণির ভাষ্য, সব নামেই ডাকা যাবে আমাকে। আমি রাজ্য-পদ্ম-পুণ্য, তিনজনেরই মা। তিনটি নামই আমার সন্তানের নাম। নাম কি আর মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্তও হয়। এ জন্য বলতে পারেন, দুটি নাম যোগ হয়েছে।

বর্তমানে এই নায়িকা ছেলের জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত। তিনি বলেন, কোথাও কিন্তু আমি বলিনি ছেলের নাম বদলে ফেলেছি। তাই না জেনে এভাবে ছেলের নাম বদলে ফেলার কথা বলা একদমই ঠিক নয়। তবে যাই হোক, ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট, এ নিয়ে এখন ব্যস্ত আছি। জন্মদিনের আয়োজন ঘিরেই সব ভাবনা আমার।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল